প্রকাশিত: Mon, Jul 29, 2024 10:59 AM
আপডেট: Tue, Apr 29, 2025 12:48 AM

[১]কারফিউ না দিলে তারা শ্রীলঙ্কা স্টাইলে গণভবন দখলের চেষ্টা করতো: ওবায়দুল কাদের

সালেহ্ বিপ্লব: [২] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণভবন দখলের ষড়যন্ত্র হয়েছিল। কারফিউ জারি না করলে শ্রীলঙ্কার মতো গণভবন দখলের চেষ্টা করত তারা। তবে কারফিউ জারির পর থেকে সেনাবাহিনী একটি গুলিও ছুঁড়েনি।

[৩] শনিবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সুবিধাবঞ্চিত পরিবারের জন্য খাদ্য বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

[৪] তিনি বলেন, ড. ইউনূস আগে গোপনে দেশের বিরোধিতা করতেন, এখন প্রকাশ্যে তা করছেন। তিনি বিদেশিদের আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার আহ্বান জানাচ্ছেন এবং গণমাধ্যমে বিবৃতি দিয়ে নতুন নির্বাচনের দাবি জানাচ্ছেন। কোটা সংস্কার আন্দোলন ও সহিংসতায় ড. মুহাম্মদ ইউনূসসহ যারা বিবৃতি দিচ্ছেন তাদের সম্ভাব্য সম্পৃক্ততা খতিয়ে দেখা দরকার। 

[৫] বিদেশ থেকে যারা বিবৃতি দিচ্ছেন, তাদের সরাসরি বাংলাদেশে ধ্বংসযজ্ঞ দেখার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি-জামায়াত একাত্তরের মতো ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছে। তারা ক্ষমতার জন্য সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে বাধ্য করছে এবং সহিংসতার পথ বেছে নিয়েছে। আওয়ামী লীগকে নৃশংসতার দায়ে অভিযুক্ত করা হচ্ছে, কিন্তু আমরা ভুক্তভোগী, অপরাধী নই।

[৬] তিনি আরও বলেন, শেখ হাসিনা সত্যিকারের উদ্বেগ থেকে হাসপাতালে যাচ্ছেন, আহত ও নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করছেন। আর বিএনপি-জামায়াত জনগণের কাছে না গিয়ে বিবৃতির মাধ্যমে রাজনীতি করছে।

[৭] ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণের সঞ্চালনায় অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজমসহ কেন্দ্রীয় ও জেলা নেতারা উপস্থিত ছিলেন।